ভ্রাতৃঘাতি সংঘাত আমরা আর চাই না- সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের

সাতকানিয়ায় গত ১০ এপ্রিল শহীদ গোলাম হোসেন ও শহীদ নুরুল কবিরের ১৮তম শাহাদাৎ বার্ষীকীতে শহীদ গোলাম হোসেন ও শহীদ নুরুল কবির স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলম। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক-লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। মো. এনামুল হকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, কাউন্সিলর সাইফুল আলম সোহেল, নুরুল হক নুরুল্লাহ, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম হোসেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. জাবেদ ইকবাল, রাজেশ উদ্দিন ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ জুনাইদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিল এনামুল কবির, হাসিনা আক্তার, শাহাদাৎ হোসেন, মো. রাসেল, তালাত সিদ্দিকী, আরিফুল ইসলাম, আরিফ উদ্দিন সাজ্জাদ, মফিজুল হক, রানা, রায়হান চৌধুরী, রুহুল আমিন, সায়েম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, সাতকানিয়ার রাজনীতিতে ভ্রাতৃঘাতি সংঘাত যাতে আর না হয় তার জন্য সকল রাজনৈতিক দলকে সচেষ্ট থাকতে হবে।