বিদেশে বাংলাদেশি পণ্যের সর্বাধিক আমদানিকারক ক্যাটাগরিতে সিআইপি নির্বাচিত হয়েছেন সাতকানিয়ার কৃতিসন্তান ও বনফুল কিষোয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। এই ক্যাটাগরীতে আরো যারা সিআইপি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আকতার হোসেন (মালয়েশিয়া), নজরুল ইসলাম (ইতালি), মোহাম্মদ সেলিম (ইউএই), শেখ মঞ্জুর মোরশেদ (জাপান), মারুফা আহমেদ (যুক্তরাষ্ট্র), রফিকুল ইসলাম (মালয়েশিয়া), কিবরিয়া নাইম (থাইল্যান্ড) এবং মোহাম্মদ সোহেল রানা (মালদ্বীপ)। ওয়াহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন ইউএই থেকে।
আগামী ১৮ ডিসেম্বর ঢাকায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে নির্বাচিত প্রবাসী সিআইপিদের সনদ প্রদান করার কথা রয়েছে।
উল্লেখ্য, ওয়াহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এবং বনফুল কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেবের ছেলে।