বিমানে নিরাপদে পৌছেছেন সাতকানিয়া লোহাগাড়ার এমপি ড. আবু রেজা নদভী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডি ৮ মডেলের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে পাইলটের দক্ষতায় নিরাপদে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ১ ডিসেম্বর রাত ৯টা ৪০ মিনিটে নিরাপদে ল্যান্ডিং করা এ ফ্লাইটে ৪২ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে সাতকানিয়া লোহাগাড়া আসনের ( চট্টগ্রাম ১৫)এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন নদভীও ছিলেন । তাঁরা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।
একটি অনলাইন টিভি মিডিয়ায় সাক্ষাৎকারে এমপি নদভী বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই নিরাপদে অবতরণ করে নিজ নিজ বাসায় পৌঁছেছি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে ৪২ যাত্রী নিয়ে প্রায় এক ঘন্টা আকাশে উড়ে।
সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ঢাকা ছেড়ে আসা বিমানের ফ্লাইটটি তিনবার নামার চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
অবশেষে রাত ৯টা ৪০ মিনিটে বিমানের বিজি৬১৭ ফ্লাইটের ক্যাপ্টেন রুবাইয়েতের দক্ষতা ও বুদ্ধিমত্তায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরে বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক বলেন, ঢাকা থেকে আসা শেষ ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে ফ্লাইটটি অবতরণে সমস্যা দেখা দেয়। বিমানের ফ্লাইটটি কয়েকবার চেষ্টা করে অবশেষে পাইলটের দক্ষতায় রানওয়েতে অবতরণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সব যাত্রীই নিরাপদে বের হয়ে এসেছেন।

…. (ফাইল ছবি)