সাতকানিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করা হয় । আটক সাজাপ্রাপ্ত আসামিরা হলেন একটি মামলার ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত আসামি সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার এজহার মিয়া পুত্র হাফেজ আহমদ, আরেকটি মমলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমিলাইশ ইউনিয়নের পূর্ব ডলু এলাকার মৃত আবুল কাসেমের পু্ত্র নুরুল আলম এবং প্রতারণা মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি উত্তর কাঞ্চনা এলাকার মৃত বজলুর রহমানের পুত্র আবুল কালাম। গতকাল সোমবার পরিচালিত পৃথক অভিযানে নেতৃত্বে দেন থানার এসআই নিজাম উদ্দিন ও ঢেমশা তদন্ত কেন্দ্রের এএসআই জামরুল ইসলাম। এছাড়াও থানার অপর টিম উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আরো ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানা এলাকায় বিভিন্ন মামলায় পলাতক ও অপরাধীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ধৃতদের আদালতে সোপর্দ করা হবে।