সাতকানিয়াস্থ ঐতিহাসিক দরবারে গারাংগিয়া মাদ্রাসা ময়দানে তরিক্বত সম্মিলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত

গত ২১ অক্টোবর হযরত শাহ্ সূফী মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর কেবলার ৪১ তম বার্ষিক ওপাত দিবস উপলক্ষে বাদে মাগরিব হতে সারারাত ব্যাপি সাতকানিয়াস্থ ঐতিহাসিক দরবারে গারাংগিয়া মাদ্রাসা ময়দানে তরিক্বত সম্মিলন, যিকির, ওয়াজ ও দোয়া মাহফিল ও ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়।

যরত শাহ্ সূফী মাওলানা আব্দুল মজিদ (র.) প্রকাশ বড় হুজুর ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আজমগড়ি সিলসিলার উজ্জ্বল নক্ষত্র গারাংগিয়া কামিল (এম.এ) মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার ৪১ তম বার্ষিক ওপাত দিবসে বিভিন্ন অধিবেশনে তরিক্বত সম্মিলনে ৩টি অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আনওয়ারুল হক সিদ্দীকি, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান হামেদী সিদ্দীকী, মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী। সম্মিলনে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক চিশতী মসউদ আহমদ, ক্বারী আব্দুস সবুর, শাব্বির হোসাইন আমিরী, মুহাম্মদ আলী, মোহাম্মদ আমিনুল ইসলাম, নেজাম উদ্দিন, মুহাম্মদ উল্লহ চৌধুরী। আলোচক ছিলেন, মাওলানা আব্দুল মান্নান শামসী, মুহাম্মদ ফারুক হোসাইন, নুর আহমদ চেয়ারম্যান, নেজাম উদ্দিন চেয়ারম্যান, আব্দুল মান্নান ফারুকী, ফয়েজ আহমদ, মাওলানা ইউচুপ বিন নূরী, এনামুল হক মুজাদ্দেদী, আব্দুল জলিল, মাওলানা ঈসা, নূরুল আজিম, ক্বারী আব্দুল মাবুদ, দলিলুর রহমান আল-কাদেরী, আহমদ নজির, মাওলানা তৈয়ব আলী মজিদী, মুহাম্মদ ইউনুস,হাফেজ শাহ আলম, মাওলানা শাব্বির আহমদ উসমানী। এতে বক্তারা বলেন এ কার্যক্রম শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীর অসংখ্য দেশে এ ছিলছিলার মাধ্যমে ইসলাম প্রচারে কাজ পরিচালিত হচ্ছে। বর্তমান সময়ে সমাজের অশান্তি, হানা-হানি হতে বাচঁতে নৈরাশ্যপূর্ণ জীবনবৃত্ত থেকে বেরিয়ে আসতে এবং জীবনকে সফল, সুন্দর ও সমৃদ্ধ করতে নিষ্ঠার সংগে তরিকতের অনুশীলন করার তাগিদ দেন বক্তারা। দরবারে গারাংগিয়ার অলীবুজুর্গ সাধক ব্যক্তিগণ বিশুদ্ধ তরিকত চর্চার মাধ্যমে সর্বসাধারণকে অন্ধকার থেকে আলোর পথের দীক্ষা দিচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
শেষে মুসলিম উম্মাহ্র কল্যাণ,বৈশ্বিক শান্তি ও দেশবাসীর উপর আল্লাহর রহমত কামনা বায়াত জিকির ও মুনাজাত করা হয়। হযরত মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী মুনাজাত পরিচালনা করেন।