লোহাগাড়ায় দু’হাজার পিচ ইয়াবা সহ দু’রোহিঙ্গা আটক

লোহাগাড়ায় গত ৩০ সেপ্টেম্বর রাতে আরকান সড়কের চুনতি খানদিঘী এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি বাসে দু’হাজার পিচ ইয়াবা সহ দু’রোহিঙ্গাকে আটক করে হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন। আটককৃতরা হল মিয়ানমারের রাখাইন এলাকার মংডু খেয়ারী পাড়ার রশিদ আহমদের পুত্র সাদেক হোসাইন (২২) ও বলী বাজার এলাকার হাতি পাড়ার রফিকের পুত্র আনোয়ার হোসেন (১৮) প্রমুখ। আটক দু’জনই মিয়ানমার থেকে এসে আশ্রয় নিয়েছিল উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।