গারাংগিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সভা ২৮ ও ২৯ জানুয়ারি। প্রস্তুতি সভা সম্পন্ন।

নিউজ ডেস্ক :
শিক্ষিত জাতি গঠনে প্রয়োজন শিক্ষিত মা। এজন্য প্রয়োজন নারী শিক্ষার বিস্তার। প্রয়োজন উন্নত মানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়। মাদ্রাসা শিক্ষা যেহেতু সরকার স্বীকৃত একটি শিক্ষা প্রতিষ্ঠান। তাই দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় নারীদের শিক্ষিত করে তোলা অপরিহার্য। তবেই উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষিত নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১১ জানুয়ারী রাত আটটায় চট্টগ্রামে নগরীর আন্দরকিল্লার শুভ্রা টাওয়ারে গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল( স্নাতক) মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি ও মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। তারা বলেন,” জ্ঞান অর্জন করা প্রত্যেক নর- নারীর জন্য
ফরজ” এই হাদিস বাস্তবায়নের লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ১৯৭৯ সালে প্রতিষ্ঠা হয়েছিল গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল(স্নাতক) মাদ্রাসা। হযরত শাহ মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ ছিদ্দিকী হামেদী(ছোট হুজুর রহঃ) এটির প্রতিষ্ঠাতা। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে নারী শিক্ষা উন্নয়নে এটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত হয়ে জ্ঞানের আলোয় আলোকিত করছে। ২০১৭,২০১৮,২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ কর্তৃক এই মাদ্রাসা সাতকানিয়া উপজেলা পর্যায়ে পরপর তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে দাখিল, আলিম ও ফাজিল পাশ করে অনেক ছাত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে কৃতিত্ব দেখিয়েছে। তারা আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখানে আছে কম্পিউটার ও বিভিন্ন তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ। আছে মাল্টিমিডিয়া ক্লাস ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবে কম্পিউটার ও আইসিটি প্রশিক্ষণের সুযোগ। তাই নারী শিক্ষার এমন একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসা উচিত। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে এই মতবিনিময় ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুসলিম উদ্দিন, এস এম আহমেদ হোসেন, বিশিষ্ট লেখক মহিউদ্দিন রাশেদ, সাতকানিয়া সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।