গত ২০ অক্টোবর শনিবার সকাল ১১টায় সাতকানিয়া বারদোনা শাহ্ মজিদিয়া মৌলানা আবদুল বারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বি-তল ভবনের উদ্বোধন ও চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার মহিউদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রেফেসর ড. আবু রেজা মু. নেজাম্মুদ্দীন নদভী এমপি। বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাষ্টার জাফর আহমদ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন, আহামদ কবির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, মাদ্রসা সুপার মৌলানা নুরুল আজিম, নুরুল কবির সওদাগর, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. লুৎফুর রহমান, লোহাগাড়া যুবলীগের সভাপতি জহির উদ্দিন, শমশুল আলম, নাছির উদ্দিন প্রমুখ।