লোহাগাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

লোহাগাড়ায় হাসনাহেনা (১৭) ওরফে বিউটি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিউটি প্রেম করে গোপনে এক বছর আগে বিয়ে করে। মৃত্যুর পর তাকে গোপনে দাফন করার ব্যর্থ চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মো. শাকিবকে আটক করেছে পুলিশ। শাকিব উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদারঘোনার মৃত মো. দেরাছ মিয়ার পুত্র। এ গৃহবধূর মৃত্যুর সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। বিউটির স্বজনদের দাবি তার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্বামী শাকিব বলেছে, তার স্ত্রী বাথরুমের টয়লেট ক্লিনার পান করেছে। তবে কেন জানায়নি।

একাধিক সূত্র মতে, শাকিব গোপনে প্রেম করে বিউটিকে বিয়ে করে। বিশ দিন আগে এ দম্পতির এক পুত্র সন্তান জন্ম হয়। বিয়ের পর থেকে শাকিব স্ত্রী ও মাসহ পরিবারে অন্যদের নিয়ে উপজেলা সদরের বটতলীতে এক বাসায় ভাড়া থাকত। পুলিশের হাতে আটক শাকিব জানিয়েছে ঘটনার আগের সোমবার দিনগত রাতে সে বাসায় ছিল না।
সে জানায়, গভীর রাতে চুনতি শাহ ছাহেব কেবলার মাজারে জেয়ারত করেছে। ভোররাতে সে খানদীঘি মসজিদে যায়। ভোরের দিকে তার স্ত্রী অসুস্ত বলে খবর পায়। নামাজের পর সে বাসায় এসে স্ত্রীকে অসুস্ত দেখে গাড়িতে করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেয়। সে আরো জানায়, সেখানে না গিয়ে ম্যাক্স হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক স্ত্রী বিউটিকে মৃত ঘোষণা করেন। স্ত্রীর অসুস্ততা ও হাসপাতালে চিকিৎসাসেবার জন্য নেয়ার পূর্বে শ্বশুরালয়ের কারো কাছে এ খবর দেয়নি। চিকিৎসক মৃত ঘোষণার পর গ্রামের বাড়িতে ফেরার পথে স্ত্রী স্বজনদের কাছে মুঠোফোনে জানায়। এক পর্যায়ে কাউকে না জানিয়ে লাশ দাফন করার উদ্দেশে আধুনগরের রশিদেরঘোনা নিয়ে যাওয়া হচ্ছিল। নেয়ার পথে সংবাদ পেয়ে চুনতি ফাঁড়ির পুলিশ স্বামীসহ লাশ আটকায়। পরে লোহাগাড়া থানা পুলিশ হেফাজতে লাশ রাখা হয়। হাসনাহেনা বিউটির মৃত্যুর সংবাদে স্বজনরা লোহাগাড়া থানায় এসে ভিড় করে।