৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি বাঁশখালীর উদ্যোগে সমাবেশে অনুষ্টিত।

আব্দুল্লাহ কবির লিটনের সভাপতিত্বে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রবিবার বিকাল ৫ টায় ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি বাঁশখালীর উদ্যোগে সমাবেশে অনুষ্টিত হয়
এ সময় ৭১’ ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক শাহরিয়ার কবির বলেছেন, স্বাধীনতা বিরোধী শত্রুরা এখনো দেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিল শেখ হাসিনার সরকার তা পূরণ করে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী শত্রুরা বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার চার জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী শত্রু রাজাকার জামাত দোসররা যাতে সংসদে যেতে না পারে আমাদের সেই ব্যবস্থা করতে হবে।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মুকুল, প্রধান বক্তা ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক লেখক শওকত বাঙালি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লেয়াকত সিকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা ঘাতক দালাল কমিটির সভাপতি এডভোকেট সাজ্জাদ হোছাইন ও সাধারণ সম্পাদক জিহাদ উদ্দিন ফারুক। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা রণতোষ দাশ, দিলোয়ারা বেগম সুমী, চৌধুরী নাজিম, হামিদ হোসেন, আরিফুজ্জামান চৌধুরী, মো. হোসেন, সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, আওয়ামীলীগ নেতা জাহেদ আকবর জেবু, জসিম উদ্দীন, খোরশেদ আলম পাশা, রৌশনুজ্জামান, ইমরুল মাহমুদ চৌধুরী লিমন, নজরুল ইসলাম প্রমুখ।
মুক্তিযোদ্ধা কাজী মুকুল বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের সন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের লোককে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলে এ দেশ এগিয়ে যাবে।