সাতকানিয়া পৌরসভার ভাংগা রাস্তা মেরামতে এলাকাবাসীর আবেদন

সাতকানিয়া পৌরসভার একটি ভাংগা রাস্তা মেরামতের জন্য কয়েকজন এলাকাবাসী সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে আবেদন জানিয়েছেন। সাতকানিয়া লোহাগাড়া জনপদের মুখপত্র হিসেবে আলোকিত সাতকানিয়া পত্রিকা বিষয়টি হুবহু তুলে ধরা হল।


সাতকানিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। প্রায় গাড়ি চলাচলও হাটা-চলার অযোগ্য হয়ে পড়েছে। এই রাস্তাটি ছৈয়দাবাদ দুদু ফকির স্কুল থেকে সাতকানিয়া কলেজ গামী পথ। দৈনিক এই পথ দ্বারা সাতকানিয়া সরকারি কলেজ ও উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী যাতায়াত করে। অনেক অফিস- আদালতের চাকরিজীবি অনেক মানুষ যাতায়াত করে। বিগত অনেক বছর ধরে আমরা রাস্থার কষ্টে আছি। বৃষ্টির কারণে এই রাস্তা দ্বারা গাড়ি চলাচল করা মোটেও সম্ভব হচ্ছে না। আমরা নাজিরপাড়া বাসী একটা অসুস্থ ব্যক্তিকে নিয়ে হাসপাতালে যাইতে পারছি না। খারাপ রাস্তার কারণে, সাতকানিয়ার প্রিয় নেতাদের সদয় দৃষ্টি কামনা,সাতকানিয়া- লোহাগাড়ার সম্মানিত এমপি মহোদয় অাবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন (নদবি) সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। সাতকানিয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান এম এ মোতালেব( সিআইপি) সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। সাতকানিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।সাথে সাতকানিয়া পৌরসভার মেয়র জোবাইর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি,এবং প্রিয় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দীর্ঘ ১৫ বছর পৌরসভার অন্তর্ভুক্ত হয়েও আমাদের রাস্তাটার বেহাল অবস্থায় রয়ে গেল! আপনাদের সহযোগিতায় হয়ত আমরা এই খারাপ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি!