ভূমি প্রতিমন্ত্রীর ভাইয়ের ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরীর ছিনতাই হওয়া পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। আসিফুজ্জামানের স্ত্রী ও মেয়ের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) ইমদাদ হোসেন চৌধুরী  বলেন, গোপন সূত্রে ওই ছিনতাইয়ে জড়িতদের বিষয়ে তথ্য পেয়ে রাহাত্তারপুলে তাদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পাসপোর্টগুলো ফেলে যায়। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছে পুলিশ।

এরআগে, শনিবার ভোরে নগরীর পাথরঘাটার সতীশ বাবু লেইনে আসিফুজ্জামানের কর্মচারিকে ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ও তিনটি পাসপোর্ট ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। প্রতিমন্ত্রীর ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক। তাদের বাবা প্রয়াত বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবু।

আসিফুজ্জামান চৌধুরী জানান, তিনটি পাসপোর্টে লন্ডন এবং সিঙ্গাপুরের ভিসা আছে। রোববার তাদের সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল।