বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটে সনদপত্র বিতরণ।

গতকাল শনিবার বিকেল ৩ টায় বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অধ্যক্ষ হামিদুল হকের সভাপতিত্বে বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ও ইলেকট্রিক্যাল এন্ড নেভিগেশন কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক জালাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব জালাল আহমদ
কারিগরী শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীদের জন্য সরকার কতিৃক গৃহীত নানা কর্মসূচী অনুষ্ঠানে তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, সাবেক সাংসদ ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এইওএসআইবি, এসইআইপি চীফ কো-অর্ডিনেটর ক্যাপ্টেন হাবিবুর রহমান, এইওএসআইবি কো অর্ডিনেটর ডা. ফররুখ আহমেদ, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুসা সিকদার, অধ্যাপক জমিরুদ্দিন চৌধুরী, বাঁশখালী হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ জমির উদ্দিন নেসারী, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, রাজনীতিবিদ ফজলুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক শুভার্থী ঘোষ ও মো. জাহেদুল ইসলাম।