সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। জাতীয় পরিচয়পত্র ছাড়াই ক্রেতাদের কাছে উচ্চদামে বিক্রির জন্য রাখা বিভিন্ন মোবাইল অপারেটরের ৫ শ’ সচল সিম কার্ডসহ তাকে গ্রেফতার করা হয়। পুলিশের বিশেষ এ বাহিনী বলছে, নাম না জানা অনেকেই এভাবে সিম ক্রয় করে সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা অপরাধ কর্মকাণ্ড সহজেই সংঘটিত করতে পারে। গত রোববার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন আমতল এলাকার রয়েল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ছিদ্দিক এন্টারপ্রাইজ নামে একটি দোকানে অভিযান পরিচালনা করে এসব সিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
বিধিমালা অনুযায়ী, একজন ক্রেতা জাতীয় পরিচয়পত্র দিয়ে বিক্রেতার কাছ থেকে যেকোনো মোবাইল অপারেটরের সিম ক্রয় করেন। এতে ওই ক্রেতা কিংবা সিম ব্যবহারকারীর বিস্তারিত পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেকর্ড থাকে। বিভিন্ন অপরাধ নির্মূলের ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করে আসছে। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (কাউন্টার টেরোরিজম) পলাশ কান্তি নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫’শ প্রি-অ্যাকটিভ সিমসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।