৩-১ গোলে চন্দনাইশ পৌরসভা একাদশের জয়

চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭)শুরু হয়েছে। চন্দনাইশ উপজেলা সদরস্থ কাশেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ নজরুল ইসলাম চৌধরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীডা সংস্থার সভাপতি আ.ন.ম বদরুদ্দোজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এত উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী বোকন, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাছান ইমাম, ত্রীড়া সংস্থারি যুগ্ন সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম মাস্টার, আহসান ফারুক, বলরাম চক্রবর্ত্তী, সাবেক ফুটবলার আসকর খান বাবু, স্কাউট সম্পাদক আবুল বশর, ওসমান গণি আবু বক্কর, আমিনুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় চন্দনাইশ পৌরসভা একাদশ ৩-১ গোলে বরমা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন রেফারী মোহাম্মদ ফরিদ উদ্দীন। সহকারী রেফারী হিসাবে ছিলেন মোহাম্মদ হোসেন ও এনামুল হক।