২৬ কোটি টাকায় টুনা মাছ বিক্রি

২৬ কোটি টাকা (৩.১ মিলিয়ন ডলার) দামে একটি টুনা মাছ বিক্রি হয়েছে। জাপানের একজন সুশি বিক্রেতা টোকিওর মাছ বাজারে নিলামে এটি বিক্রি করেন। ব্লুফিন বা নীল পাখনার টুনা মাছটির ওজন ২৭৮ কেজি। এই প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। নববর্ষের দিন এটি কিনে নেন স্বঘোষিত টুনা সম্রাট কিয়োশি কিমুরা। নিলামের পর তিনি বলেন, আমি একটা ভালো টুনা কিনেছি। যা ধারণা ছিল, তার চেয়ে বেশি দাম পড়েছে। কিন্তু, আমাদের ক্রেতারা এই টুনাটা খাবেন বলে আশা করছি। কারণ এটি চমৎকার মাছ। কিমুরা নিজেই প্রচুর দাম দিয়ে মাছ কেনার যে রেকর্ড আগে গড়েছিলেন, এবার তার চেয়ে দ্বিগুণ বেশি দামে এই টুনা মাছটি কিনে নতুন রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০১৩ সালে তিনি ১.৪ মিলিয়ন ডলার দিয়ে একটি মাছ কিনেছিলেন।