২১ আগস্ট স্মরণে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সভা।

২১ আগস্ট স্মরণে আজ স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রাম এক অনাড়ম্বর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী হাসিনা জাফরের খুলশীস্থ বাস ভবনে। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন প্রকৌশলী মৃণাল বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামিলীগ নেত্রী হাসিনা জাফর, উইমেন চেম্বারের পরিচালক বিশিষ্ট সঙ্গীতশিল্পী রুহী মোস্তফা, মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন, গণমাধ্যমকর্মী সরোয়ার আমিন বাবু, নাট্যব্যক্তিত্ত্ব প্রণব ভট্টচার্য, চিত্র সাংবাদিক সমীর পাল, সংবাদকর্মী রোকন উদ্দিন প্রমুখ। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালণা এবং স্বাগত বক্তব্য প্রদান করেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিপটন। বক্তারা ইতিহাসের জগন্যতম এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের শাস্তি কার্যকরের আহ্বান জানান। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাঙ্গালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতঙ্গতা জানানো হয়। সভার শুরুতে ২১আগস্টের নিহতদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে চট্টগ্রাম আবৃত্তি জোটের সাংগঠনিক সম্পাদক মেজবাহ চৌধুরী আবৃত্তি পরিবেশন করেন।