রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশে এখন বিশ্বমানের লেখাপড়া হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিভিন্ন অবকাঠমোগত উন্নয়নসহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। শিশুরা যাতে লেখাপড়ার অতিরিক্ত চাপ না নিয়ে খেলার ছলে শিক্ষা গ্রহণ করতে পারে সে জন্য জননেত্রী শেখ হাসিনা প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে নিচ্ছে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। এর ফলে শিশুরা মানসিক দিক দিয়ে অনেক চাপ মুক্ত থাকবে। তিনি গতকাল শনিবার সাতকানিয়া উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ব্যাংকার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সুফিয়ান আরও বলেন, আজকের শিশুরা হচ্ছে আগামীতে দেশ পরিচালায় নেতৃত্ব দিবে। সেজন্য অভিভাবকদের উচিৎ তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নজরদারী বাড়ানো। পাশাপাশি শিক্ষকদের উচিৎ শিক্ষার্থীকে নিজের সন্তানের মত আদর-যত্ন করে দেশের সঠিক ইতিহাসসহ জ্ঞানগর্ভ পাঠদান করা। মনে রাখতে হবে ভিশন ২০৪১ সালে নেতৃত্ব দিবে আজকের শিক্ষার্থীরা। তাদের হাতেই রচিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরাণ। স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম চৌধুরী। শিক্ষক সুমন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান জনি, ঢেমশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার, রেক্টর শশী ভূষণ বড়ুয়া, মুক্তিযোদ্ধার সন্তান মো. জসিম উদ্দীন, ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পলাশ কান্তি সেন, বিপ্লব পালিত, সুভাষ মজুমদার, শিক্ষক কল্পনা বড়ুয়া, বাণী প্রভা বড়ুয়া, স্বপ্না রাণী দাশ, শান্তা দাশ, মিন্টু বিশ্বাস, শিরীন জন্নাত, লোপা আইচ, সাবেরাতুল ওয়াছেকা, নাজমা পারভীন প্রমুখ। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।