২০১৮ সালের চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পটিয়া দক্ষিণভূর্ষি কেচিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানি শিক্ষক স্বপন কান্তি নাথ । চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তিনি ২০০৩ সালেও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি একজন দক্ষ সংগঠক ও পটিয়ার ঐতিহ্যবাহী সংগঠন শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য এবং উক্ত সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুনামের সাথে পালন করেন। এছাড়াও তিনি রাসেল বহুমুখী সমবায় সমিতির সফল সভাপতি। তিনি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের শিক্ষাপ্রকল্প এড. চন্দ্রশেখর নাথ স্মৃতি মেধা বৃত্তি এর ১৩ বছর যাবৎ পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছেন।