১ ভোটে বিজয়ী মোহাম্মদ হোসেন ধর্মপুর ইউপির ৭ নং ওয়ার্ড উপ-নির্বাচন সম্পন্ন

সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্যের উপ-নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী মোহাম্মদ হোসেন ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৮৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবদুল খালেক পান ১৮৬ ভোট। গত বৃহস্পতিবার উপজেলার ধর্মপুর ইউনিয়নের ফকির পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সরেজমিন পরিদর্শন ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউ.পি সদস্য আবদুর রহিম নিজ বাড়ি থেকে মোটর সাইকেলযোগে বাজালিয়া ইউনিয়নের মোটর স্টেশন এলাকায় যাচ্ছিল। এ সময় তিনি বাজালিয়া বোর্ড অফিস সংলগ্ন বেয়ান বাজার এলাকায় পৌঁছলে একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিগত বছরের ২০ সেপ্টেম্বর মারা যান আবদুর রহিম। তাঁর মৃত্যুজনিত কারণে শূন্য এ ওয়ার্ডে গত বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মো. হোসেন ১ ভোটের ব্যবধানে বিজয়ী হোন। ভোট গ্রহণ চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যা ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এছাড়া সাতকানিয়া থানার ওসি মো. শফিউল করীরের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।