১২ ধরনের পেশায় কাজ করতে পারবে না সৌদি প্রবাসীরা

সৌদি সরকার ১২ ধরনের পেশায় প্রবাসীদের আর কাজ করার অনুমতি দেবে না। এমনটা জানানো হয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক ঘোষণাতে। খবর সৌদি গ্যাজেট।

ওই ১২ রকমের দোকানে কাজের জন্য কেবলমাত্র সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে।

আগামী বছর হিজরির ১-১-১৪৪০ সাল থেকে পর্যায়ক্রমে আইনগুলো বাস্তবায়িত হবে।

১-১-১৪৪০ হইতে যেসব দোকানে কাজ করা যাবে না-

১. রেন্ট এ কার এবং গাড়ির শোরুম বা বিক্রয়কেন্দ্র।

২. নারী-পুরুষ, শিশুদের রেডিমেট সব কাপড়ের দোকান।

৩. সব রকমের ফার্নিচারের দোকান।

৪. গৃহস্থালির কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ও ক্রোকারিজ সামগ্রীর দোকান।

১-৩-১৪৪০ থেকে যে সব দোকানে কাজ করা যাবে না-

৫.বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান।

৬. ঘড়ির দোকান।

৭. চশমার দোকান।

১-৫-১৪৪০ হইতে যে সব দোকানে কাজ করা যাবে না-

৮.হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির দোকান।

৯. বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী।

১০. গাড়ির পার্টসের দোকান।

১১. কার্পেট, পাপোষ জাতীয় দোকান।

১২. চকলেট বা মিষ্টান্ন জাতীয় দোকান।

উল্লেখ্য, ওই ১২ রকমের পেশাগুলোতে হাজার হাজার প্রবাসীরা যুক্ত। এসব পেশা বন্ধ হওয়ার কারণে বেকার হবে লক্ষ লক্ষ প্রবাসী। সংকুচিত হবে প্রবাসী আয়।