১১১ বছর পূর্তি উপলক্ষে দুই দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। আগামী ৬ ও ৭ এপ্রিল নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বসবে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা।
সাবেক শিক্ষার্থীদের নিবন্ধন নিশ্চিত করতে নগরী ১৪টি পয়েন্টের পাশাপাশি অনলাইন ও ফেসবুকে পুরোদমে চলছে নিবন্ধন কার্যক্রম।
উৎসবের প্রথম দিনের আকর্ষণ থাকবে দেশের ব্যান্ড ও শিল্পীদের পরিবেশনা। সমাপনী দিন থাকবে ওপার বাংলার খ্যাতনামা শিল্পী নচিকেতার পরিবেশনা। বের করা হবে বর্ণিল র্যালি। শিল্পীদের রংতুলিতে নতুন রূপ পাবে কলেজ সড়ক।
ইফকো সেন্টারের কার্যালয়ে প্রাক্তন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত প্রস্তুতি কমিটি ও উপ কমিটির যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় দস্তগীর আলম নসু, রফিকুল আলম চৌধুরী, আবদুল মোতালেব, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ, কানন কুসুম রায়, একরাম হোসেন, শহীদুল আলম, নাজমুল, সাইফুল, রুবায়েত, সম্রাট মতামত দেন।