হাটহাজারীর খলিফাঘোনা এলাকায় হালদা নদীর অংশে ভেসে উঠলো ৮ কেজি ওজনের একটি মরা মৃগেল মা মাছ। মাছটি দৈর্ঘ্যে ৩৩ ইঞ্চি।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে মাছটি উদ্ধার করেন হালদার গবেষক ও প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া।
তিনি বলেন, ইঞ্জিন চালিত বোটের আঘাতের কারণে মা মাছটি রাতের কোনো সময়ে মারা যায়। পরে সকালে স্থানীয়রা দেখে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।
মনজুরুল কিবরিয়া বলেন, আর দেরি না করে হালদাকে পরিবেশগতভাবে বিপদাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) ঘোষণা করে এটা রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। না হলে একসময় হালদা নদী থেকে সব মাছ বিলুপ্ত হয়ে যাবে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় হালদার অন্তর্ভুক্তির পদক্ষেপগুলোকেও আমাদের এগিয়ে নেওয়া উচিত।