‘হর হর মহাদেব’ ধনিতে মুখরিত হয়ে উঠছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। শিব দর্শনে আসছেন দূর-দূরান্তের তীর্থযাত্রীরা। সমতল থেকে প্রায় ১২শ ফুট উপরে পাহাড় চূড়ায় প্রথমে স্বয়ম্ভূনাথ, এরপর বীরুপাক্ষ ও সর্বশেষ চন্দ্রনাথ মন্দিরের অবস্থান।
সোমবার (৪ মার্চ) থেকে প্রায় ৩শ’ বছরের প্রাচীন শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে, যা চলবে বুধবার (৬ মার্চ) পর্যন্ত। মেলায় যোগ দিচ্ছেন ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু-সন্ন্যাসী ও দর্শনার্থীরা।
মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, তীর্থযাত্রীদের সুবিধার্থে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত আলোকসজ্জা, পানীয়জল সরবরাহ, চিকিৎসা সেবা ও আবাসন ব্যবস্থা করা হয়েছে।
এদিকে সীতাকুণ্ড তীর্থ কমিটির আয়োজনে রোববার (৩ মার্চ) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী অনুষ্ঠানমালা। সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ জানান, রোববার ৪ দিনব্যাপী বিশ্ব বৈদিক সম্মেলনের মধ্য দিয়ে মেলা উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সীতাকুণ্ড স্রাইন কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার (৪ মার্চ) বিকেল ৫টায় প্রধান অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
স্বয়ম্ভূনাথ মন্দিরের পুরোহিত দীপক চক্রবর্তী জানান, সোমবার (৪ মার্চ) বিকাল ৫টা ৫ মিনিট ৩৫ সেকেন্ড থেকে শিব চতুর্দশী তিথি শুরু হবে। শিবস্নান করিয়ে ফুল-বেলপাতায় হবে পূজা। মঙলবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টা ১২ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত এই তিথিতে ডাবের জল ও দুধ দিয়ে শিবস্নান করাবেন পূণ্যার্থীরা। শিবস্নানে শিবলোক প্রাপ্তি হয়। এরপর অমাবস্যা তিথিতে ব্যাসকুণ্ডে পূর্বপুরুষের আত্মার সদগতি কামনায় স্নান-তর্পণ ও পিণ্ডদান করতে হয়।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে আসছেন পূণ্যার্থীরা।সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম এলাকায় আছে অসংখ্য মঠ-মন্দির। বটতলী কালী মন্দির, শনিদেব মন্দির, প্রেমতলা মন্দির, সত্যনারায়ণ মন্দির, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, ব্যাসকুণ্ড, ভৈরব মন্দির, সূর্যকুণ্ড, শংকর মঠ ও মিশন, রামকৃষ্ণ সেবাশ্রম, জগন্নাথ মন্দির, মোহন্ত আস্তানা, ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম, শ্মশান কালীমন্দির, হনুমানজী মন্দির, ঊনকোটি শিব বাড়ি, রামকুণ্ড, লক্ষ্মণ কুণ্ড, সীতাকুণ্ড, নারায়ণছত্র, পাতালপুরী, দধিকুণ্ড, জ্বালামুখী কালীবাড়ি, অন্নপূর্ণা মন্দির দর্শনেও আসেন দর্শনার্থীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসদর বাসস্ট্যান্ড থেকে মন্দির সড়কে (কলেজ রোড) বটতলী কালীবাড়ি থেকে প্রেমতলা পর্যন্ত এসব মঠ-মন্দিরের অবস্থান।
শিব চতুর্দশী মেলাকে ঘিরে এখানে প্রতিবছর সরকারি উদ্যোগে কয়েকটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। যাত্রীরা মন্দির সড়ক হয়ে হেঁটে পাহাড়ে উঠতে পারেন কিংবা বটতলী কালীবাড়ির সামনে থেকে চাঁদের গাড়িতে করে ইকোপার্ক হয়ে চন্দ্রনাথ দর্শন করে ওই পথে ফিরতে পারেন। তবে চন্দ্রনাথ দর্শনে যেতে পাহাড়ের গায়ে থাকা অধিকাংশ সিঁড়ি ভেঙ্গে গেছে।
সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন মাস্টার মতিলাল বড়ুয়া জানান, সীতাকুণ্ড স্টেশনে আন্তঃনগর ও ঢাকার মেইল ট্রেনসহ সব ট্রেন যাত্রা বিরতি করবে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে র্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে।
এদিকে কক্সবাজারের মহেশখালীতেও শিব চতুর্দশী উপলক্ষে মৈনাক পর্বত চূড়ায় আদিনাথ মেলা শুরু হয়েছে। ঐতিহ্যবাহী এ মেলা চলবে ১০ দিন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, আদিনাথ মেলা উপলক্ষে মহেশখালীর প্রধান সড়কের বেশ কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। কক্সবাজার ৬ নম্বর জেটি ঘাট, আদিনাথ জেটি ঘাট ও মহেশখালী জেটি ঘাটে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।