স্যার মরিস ব্রাউন স্কুলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

স্যার মরিস ব্রাউন স্কুলের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। প্রায় তিন শতাধিক নতুন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে হেড অফ স্কুল নুজাত নাঈম সিদ্দিকী স্কুল বিষয়ক নানান নিয়ম কানুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অভিভাবকবৃন্দের কাছে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ। গেড অফ স্কুল নুজাত নাঈম সিদ্দিকীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।