স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের কমিউনিটি সেন্টার খুলে দেয়ার দাবী।

যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চট্টগ্রামের কমিউনিটি সেন্টারগুলো খুলে দেয়ার দাবী জানিয়েছে কমিউনিটি সেন্টার মালিক সমিতি। নগরীর সিরাজুদ্দৌলা রোডস্হ হল সেভেন ইলাভেন কনভেনশন হলে কমিউনিটি সেন্টার মালিকদের এক মত বিনিময় সভায় এ দাবী জানানো হয়। কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি চট্টগ্রাম কমিউনিটি সেন্টার খুলে দেয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে স্বাস্থ্যবিধি মেনে সিমিত আকারে খুলে দেয়ার জন্য চেষ্টা করবো। আমি সবার সহযোগিতায় নির্বাচনের মাধ্যমে মেয়র হলে চট্টগ্রামকে একটি সুন্দর নগরী গড়ে তুলার জন্য চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সমাজ সেবক, সাংবাদিক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, চেম্বারে সভাপতি, ডেকোরেটার্স ও কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি এবং নগর উন্নয়ন করার জন্য সবাইকে নিয়ে একটা কমিটি করে তাদের সাজেশন নিয়ে মেয়র কার্যক্রম চালাবো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এম এ মালেক, মোহাম্মদ আবদুল্লাহ,উপদেষ্টা মোঃ ইলিয়াছ, যুগ্ম সম্পাদক কুমার রাজেন দাশগুপ্ত,
সাজেদুল আলম মিল্টন, উপস্থিত ছিলেন গেয়াস উদ্দিন, সাইফুল কারিম চৌধুরী, মোঃ ইশতিয়াকর হোসেন তছলিস, মোঃ আকতার, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মামুন সহ অন্যরা। এতে সভায় সভাপতির বক্তব্য সাহাব উদ্দিন বলেন, এই মহামারিতে চট্টগ্রামের কয়েকশ কমিউনিটি সেন্টারের হাজারো শ্রমিক কর্মচারী দীর্ঘ ৫ মাস ধরে মানবেতর জীবন যাপন করছে। সরকার এখন ব্যবসা বাণিজ্য সব খুলে দিয়েছে। তাই তিনি এসব শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজনকে বাঁচাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে কমিউনিটি সেন্টারগুলো খুলে দেয়ার আহবান জানান।