স্বাস্থ্যকর খাবার তৈরির প্রত্যয়ে খাতুনগঞ্জে আহনাফ’স ইটারির যাত্রা শুরু

নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা খাতুনগঞ্জে এয়াকুব ভবনে বাংলা, ইন্ডিয়ান ও চাইনিজ ফুডের মানসম্পন্ন স্বাস্থ্যকর খাবার তৈরির প্রত্যয়ে কেক কেটে গতকাল সোমবার “আহনাফ’স ইটারি” রেস্টুরেন্ট’র উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক সওদাগর, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ।
খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবসার উদ্দিন চৌধুরী, মো. কামাল চেয়ারম্যান, এম এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসাইন মিন্টু, ব্যবসায়ী আবুল বশর চৌধুরী, এয়াকুব গ্রুপের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আলী, নাহিদ ফারহানা প্রতিষ্ঠানের সিইও, আহনাফ ইসমাম (মাহির), আইয়ুব আলী, বশির আহমদ সহ, খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী বর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে এম এয়াকুব আলী বলেন, চট্টগ্রামের খাতুনগঞ্জ দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারী বাজার। এখানে দেশী বিদেশী ক্রেতা সমাগম ঘটলেও মানসম্পন্ন ভাল খাবারের কোন প্রতিষ্ঠান নেই। শরীর সুস্থ্য রাখতে স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই। তাই আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে নিরাপদ খাদ্য তৈরির প্রত্যয় নিয়ে এ প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ গ্রহণ করি। চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও চাক্তাই এলাকার পরিচ্ছন্ন এই প্রতিষ্ঠান মানুষের মন জয় করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।