স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

সোমবার রাত আটটার দিকে বোস্তামি থানার অক্সিজেন নয়াহাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম সেলিম। তিনি ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সিলিং ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয় সেলিম নামের ওই ব্যক্তি। এ ঘটনা টের পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করেছেন।