চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, বিগত দিনের স্টেকহোল্ডার ছিলেন আজকের এই বৈশাখী আনন্দ মেলার মেলার আয়োজক ব্লু এন্ড পিং ফ্যাশন হাউস এর পরিচালক প্রিয়াংকা পাল প্রিয়া । এভাবে আজকের মেলায় অংশগ্রহণকারী নারী স্টেকহোল্ডারগণও আরেকটি মেলার আয়োজন করবে। সুরুতে ৪২টি স্টল আজ এ মেলায় অংশ গ্রহণ করেছে। এর অর্থ দাঁড়ায় এই ৪২ জন ১৭৬৪ জন স্টেক হোল্ডার তৈরি করবেন। আর এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের অংশীদার হবো আমরা।
বুধবার (১১ এপ্রিল) বিকালে চট্টগ্রাম মহানগরীর চকবাজার (কেয়ারীর পেছনে) এএমএস পয়েন্ট কনভেনশন সেন্টারে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী আনন্দ মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
সাংবাদিক ইলিয়াস রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু, বিশিষ্ট সংগঠক মিথুন মল্লিক, প্রিয়াংকা পালের পিতা বিশ্বজিৎ পাল, মা মালতি পাল, বিউটিফুল ইউ’র প্রতিষ্ঠাতা সুহা সবনম।
নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নারী উদ্যেক্তাদের তৈরি নিত্যনতুন পন্য শুরুতেই মেলায় আগত দর্শনার্থীদের কাছে টানছে।
মেলা চলবে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল পর্যন্ত। মেলার সময়কাল সকাল ১১টা থেকে রাত ৮টা। মেলায় প্রবেশ করতে কোন ফি লাগবে না। মেলায় স্টল বুকিং চলছে।