গত ২২ অক্টোবর স্কাউটস লোহাগাড়া শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম । এ সময় লোহাগাড়া স্কাউটসের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। পরে লোহাগাড়া উপজেলা পরিষদ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার প্রারম্ভে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রাস্তা পারাপারের সময় মোবাইলে কথা না বলা, ফুটপাত ব্যবহার করা, ফুটপাত না থাকলে রাস্তার ডান পাশে পথচারীদেরকে চলার আহবান জানানো হয় বলে আয়োজকরা সাংবাদিকদের জানিয়েছেন। তারা বলছেন, পথচারীদের অসচেতন তাই দুর্ঘটনার অন্যতম কারণ। পথচারী সচেতন হলে নিরাপদ সড়ক দিবসের সফলতা আসবে।