বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও ওমানের রাষ্ট্রদূত ওমানের রাষ্ট্রদূত তাইয়্যিব সেলিম আল আলাভি এর সাথে আজ ৯ নভেম্বর সোমবার বিকেল তিনটায় এক সৌজন্য বৈঠকে মিলিত হন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ঢাকাস্থ সৌদি দূতাবাসে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের বিপুল জনশক্তি নির্ভর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই দুই দেশের রাষ্ট্রদূতের সাথে ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বে চলমান বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলাচনা করা হয়। সৌদি আরব ও ওমানের রাষ্ট্রদূতদ্বয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের ভূঁয়সী প্রশংসা করে বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা সৌদি আরব ও ওমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেয় এবং বাংলাদেশের যেকোন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে সৌদি আরব ও ওমান সরকার সবসময় অগ্রাধিকার দিয়ে থাকে।