উপজেলার সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভা সম্পন্ন হয়েছে গত ২২ মার্চ।
মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন মাদ্রাসা কমিটির সভাপতি পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী। আবুল হাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সৈয়দাবাদ দুদু ফকির মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ আল কাদেরী, সোনাকানিয়া মজিদিয়া মাদরাসার সুপার আইয়ুব নাসের, মাদ্রাসার সভাপতি মুহাম্মদ আলী, এতিমখানা সভাপতি আজিজুল হক চৌধুরী ও আইয়ুব। হিংসা-বিদ্বেষ ছেড়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান প্রধান অতিথি। তিনি মাদরাসার উন্নয়নে সহযোগিতারও আশ্বাস দেন।