সেবামূলক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে: নজরুল ইসলাম এমপি

চট্টগ্রাম– ১৪ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে সে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই। আর সেই শিক্ষার্থীরাই সাবেক আর বর্তমান যেই হোক তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা সেই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাওয়ার প্রেরণাই হবে আজকের এই পুনর্মিলনীর শপথ।

গত ২৬ মার্চ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র–ছাত্রী পুনর্মিলণী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পুনর্মিলনী পরিষদের আহবায়ক মীর মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পুলিন বড়ুয়া।

এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল গফুর, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, এডভোকেট আসহাব উদ্দীন, আবুল বশর ভুইয়া, সিরাজুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাহিদা আকতার, যুবলীগ নেতা তৌহিদুল আলম, মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিটু, ফোরক আহমদ, ব্যাংকার নুরুল আবছার, মোরশেদুল আলম, মোস্তাফিজুর রহমান, নুরুল আবছার, খাইরুল জামান সোহেল, দিদারুল আলম দস্তগীরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে গুণিজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে পুনর্মিলনী উপলক্ষে এক র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়কগুলো পদক্ষিণ করে।