বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে তার এনজিওগ্রাম করা হয়েছে। এনজিওগ্রামের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের মিডিয়া কমিউনিকেশন বিভাগের প্রধান ডা. শাগুফা আনোয়ার।
তিনি জানান, মির্জা ফখরুলের হার্টে কোনো ব্লক ধরা পড়েনি। তিনি সুস্থ আছেন। তবে এনজিওগ্রামের পরবর্তী ধাপ অনুযায়ী তাকে হাসপাতালে থাকতে হবে।
বুকে ব্যথা ও শ্বাস কষ্ট নিয়ে সোমবার (২ এপ্রিল) থেকে ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান মমিনুজ্জামানের অধীনে ভর্তি রয়েছেন বিএনপি মহাসচিব।
তিনি ‘একিউট করোনারি সিনড্রমে’ ভুগছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছিলেন চিকিৎসকরা। তবে মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে চিকিৎসকরা জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দলীয় একটি অঙ্গসংগঠনের আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু অসুস্থ বোধ করায় তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।