বাংলাদেশ টাইগারদের কাছে লজ্জ্যা নজক হারের পর সোমবারের খেলায়ও সাফল্যের মুখ দেখেনি শ্রীলংকা হারটি ৯১ রানের। উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছিল লঙ্কানরা। এই জয়ে রশিদ-নবিদের আফগানিস্তানের সুপার ফোরে যাওয়া নিশ্চিত হয়ে গেল। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এমনিতেই সুবিধাজনক অবস্থানে ছিল, আফগানরা জিতে যাওয়ায় টাইগারদেরও সুপার ফোর রাউন্ড নিশ্চিত। গ্রæপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে, ওই ম্যাচটি এখন অপরাজিত গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর রাউন্ডে যাওয়ার মহড়া। আবু ধাবিতে শুরুতে ব্যাট করে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার সময় ২৪৯ পর্যন্ত যেতে পারে আফগানিস্তান। সেটাই যথেষ্ট হল। শ্রীলঙ্কা ৪১.২ ওভারে ১৫৮ রানের বেশি এগোতে পারেনি।
লক্ষ্য তাড়া করতে নেমে কুশল মেন্ডিস রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ধাক্কা খায় লঙ্কানরা। পরে থারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা ৫৪ রানের জুটিতে আশা জাগান। কিন্তু ধনঞ্জয়া ২৩, থারাঙ্গা ৩৬ রানের বেশি টেনে নিতে পারেননি ইনিংস। অধিনায়ক ম্যাথুজ ২২, কুশল পেরেরা ১৭, শেহান জয়াসুরিয়া ১৪ ও থিসারা পেরেরা ২৮ রানে ফিরে আস্থার প্রতিদান দিতে পারেননি।
মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি ও রশিদ খান প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নিয়ে দলের জয় ত্বরান্বিত করেছেন। শ্রীলংকান থিসারা পেরেরা ৯ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।