যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহানের নতুন ছবি ‘সুন্দরীতমা’। এ ছবিতে নায়িকা অধরা খানই হচ্ছেন ‘সুন্দরীতমা’। ছবিতে তার নায়ক হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন রোশান। এ.এস সিনেমা প্রযোজিত ‘সুন্দরীতমা’ ছবিটির শুটিং শুরু হবে মার্চ মাসে।
এ প্রসঙ্গে যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বলেন, অধরা আমাদের ‘নায়ক’ ছবিতে অভিনয় করেছিল। তাই অনেক চিন্তা-ভাবনা করে আমাদের শুটিংয়ের সময়ের সঙ্গে মিল রেখে তাকেই নায়িকা চরিত্রে নেয়া হয়েছে। আমাদের বিশ্বাস ‘সুন্দরীতমা’ হয়ে অধরা দর্শকদের মন জয় করতে পারবে।
‘সুন্দরীতমা’ নিয়ে অধরা খান জানান, ইস্পাহানী আরিফ জাহান স্যারের ছবিতে কাজ করাটা যেকোনো শিল্পীর জন্য ভালো লাগার। আমি দ্বিতীয়বারের মতো তাদের ছবিতে অভিনয় করতে যাচ্ছি। আমি খুব আনন্দিত। শুনেছি গল্পটি সুন্দর। নিজের সেরাটা দিয়ে কাজের চেষ্টা করব।
গত বছর ঢালিউডে ‘নায়ক’ এবং ‘মাতাল’ ছবির মাধ্যমে অভিষেক হয় অধরা খানের। তার ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।