আঙুলের চিকিৎসার জন্য শুক্রবার অস্ট্রেলিয়া যান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া যাওয়ার আগে আগে তার আঙুল আর কখনোই স্বাভাবিক হবে না বলে বড়ধরণের আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি।
সাকিব তার আঙ্গুল মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে দেখাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় সাকিবকে। তবে গতকাল সাকিব নিজেই সুখবর দিয়েছেন। হাসপাতালে সাকিবের যে পরীক্ষাগুলো করা হয়েছিল তার সব রিপোর্টই ভালো এসেছে। এমনকি আঙুলে যে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল সেটিও এখন নিয়ন্ত্রনে। সাকিবের আঙুলের উন্নতিও দৃশ্যমান। হাতের চামড়া উঠতে শুরু করেছে। তিন মাসে ব্যথা পুরোপুরি সেরে গেলে অস্ত্রোপচার নাও লাগতে পারে। সবমিলে সাকিবর এই খবরগুলো ভক্তদের মনে আনন্দ ছড়ানোর মতোই।