চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় সাগরে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়েছেন। একইস্থানে গত ২১ জুন দুই কলেজছাত্র গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার (০৬ জুলাই) দুপুরে এই ঘটনার পর নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের টিম।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, তিনজনের নিখোঁজের খবর পেয়ে আমাদের ডুবুরি টিম ঘটনাস্থলে গেছে এবং তল্লাশি শুরু করেছে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের কাছে সাগর এখন প্রচণ্ড উত্তাল। উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মকর্তা ওয়াসি আজাদ জানান, নিখোঁজ তিনজন হলেন সাইফুল, আলাউদ্দিন এবং ইয়াছিন। তিন তরুণের বয়স ২০ বছরের ঊর্ধ্বে। একইসঙ্গে আরিফ নামে ১০ বছর বয়সী এক শিশুও ভেসে যাওয়ার সময় তাকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ তিনজনসহ প্রায় ২০ জনের একটি দল চট্টগ্রাম নগরীর ঝাউতলা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওয়াসি।
গত ২১ জুন নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে গোসলে নেমে করুণ মৃত্যুর শিকার দুজন ছিলেন পরস্পরের খালাতো ভাই।
এরা হলেন- নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড়া এলাকার খোকনের ছেলে শানারপাড়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র নাজমুল হাসান ইমন (১৯) ও একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র রাজ (১৬)।