সীতাকুণ্ডে অস্ত্রসহ শিবির নেতা গ্রেফতার

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের আহ্বায়ক নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামী কতুবউদ্দিন শিবলীকে (৩২) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শবিলীর বিরুদ্ধে সীতাকুণ্ড থানাসহ নগরীর বিভিন্ন থানায় ১৩ টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি গ্রেফতারী পরোয়ানা ও ১টিতে দুই বছরের সাজা আছে বলে পুলিশ জানিয়েছে। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলা মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটা এলাকায় অভিযান চালিয়ে শিবিরের ওই নেতাকে গ্রেফতার করে। এসময় তার দেওয়া তথ্যে উদ্ধার করা হয় একটি দেশি তৈরী এলজি ও ৫ রাউন্ট কার্তুজ।

সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান বলেন, কতুবউদ্দিন শিবলী চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের আহ্বায়ক। তার বিরুদ্ধে ১৩টি মামলার মধ্যে ৬টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া একটি মামলায় তার দুই বছরের সাজা রয়েছে। বৃহস্পতিবার ভোরে অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।