সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেলে হামলা: ফ্রান্স

সিরিয়া সরকার দেশটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণিত হলে সে দেশের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়া হবে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকোঁ। খবর রয়টার্সের।

ম্যাকোঁ বলেন, গেলো বছরের মে মাসে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়ে থাকলে সেটি হবে ‘বিপদসীমা’অতিক্রম করার মতো।

সিরিয়ায় বেসামরিক ব্যক্তিদের ওপর ক্লোরিন বোমা হামলার আলামত পেয়েছে প্যারিস। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এক টেলিফোন কলে এমনটাই জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাকোঁ।

ম্যাকোঁ বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমরা একটি অনতিক্রম রেখা নির্ধারণ করে দিয়েছি। যদি আমরা প্রমাণ পাই যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তাহলে যেখানে রাসায়নিক অস্ত্র বানানো হচ্ছে, সেখানে হামলা চালাবো আমরা।

তিনি আরও বলেন, বেসামরিক ব্যক্তিদের ওপর নিয়ম ভেঙে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করতে পারেনি আমাদের এজেন্সি ও সশস্ত্র বাহিনী।

সিরিয়ার সরকার শুরু থেকেই বেসামরিক ব্যক্তিদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি অস্বীকার করে আসছে। তাদের দাবি শুধু সশস্ত্র বিদ্রোহী ও জঙ্গিদের অবস্থান লক্ষ্য করেই রাসায়নিক অস্ত্রের হামলা চালানো হচ্ছে।