সিডিএ’র তিন প্রকৌশলী গ্রেফতার

দুর্নীতির মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  এরা হলেন, সহকারী প্রকৌশলী গোলাম সরওয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

রোববার  দুপুরে তাদের সিডিএ ভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) লুৎফুল কবির বলেন, তিন প্রকৌশলীকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

দুদকের পরিদর্শক (প্রসিকিউশন) এমরান হোসেন বলেন, জরুরি অবস্থার সময় ৩০টি মামলা দায়ের হয়েছিল।  এর মধ্যে ১৫টি বিচারাধীন আছে।  ১৫টি তদন্তাধীন আছে।  তদন্তাধীন মামলাগুলোতে গ্রেফতার দেখিয়ে তিন প্রকৌশলীকে আদালতে পাঠানো হয়েছে।