সিআইপি মোতালেবের বাসবভনে এমপি নদভী

আওয়ামীলীগ থেকে চট্টগ্রাম-১৫ আসন সাতকানিয়া-লোহাগাড়ার মনোনয়ন প্রাপ্ত বর্তমান এমপি আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী  সাতকানিয়া আওয়ামীলীগের সভাপতি বনফুল ও কিষোয়ান গ্রুফের চেয়ারম্যান এম এ মোতালেব (সিআইপি) এর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন।  সাক্ষাতে সাতকানিয়ার আসন্ন নির্বাচন  আওয়ামীলীগের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাতকানিয়ার আওয়ামীলীগের সকল সদস্যকে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য সাতকানিয়ার-লোহাগাড়া আসনে এম এ মোতালেব ও মনোনয়ন প্রত্যাশি ছিলেন।