সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকশিত করে: ছদাহায় এমপি নদভী

সাতকানিয়া উপজেলা ছদাহা কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশ গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে প্রফুল্ল রাখে, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা মেধাকে বিকশিত করে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চায় ছাত্র–ছাত্রীদের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে আমরা সুশিক্ষার পাশাপাশি স্বশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখতে পারব। বিশেষ অতিথির বক্তব্যে রিজিয়া রেজা চৌধুরী বলেন, সাংস্কৃতিক কর্মকান্ড–ই পারে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তুলতে। বহু ধর্ম–বর্ণের জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে অভিন্ন সাংস্কৃতিক চর্চা মূখ্য ভূমিকা পালন করে থাকে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য খানে আলম মিন্টু, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হারেজ মোহাম্মদ, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ–সভাপতি মোহাম্মাদ জুনায়দ, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কামাল, দেলোয়ার হোসেন বেলাল, দিদারুল আলম শিপন, মোহাম্মদ ইদ্রীছ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।