শুরু হয়েছে সালমানের জামিনের শুনানি। শনিবার (০৭ এপ্রিল) যোধপুর আদালতে সকাল সাড়ে ১০টার দিকে জামিনের শুনানি শুরু হয়। এসময় আদালতে উপস্থিত ছিলেন, বিচারক রবীন্দ্র কুমার জোশী।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতা খান শর্মাকে নিয়ে আদালতে পৌঁছান তার দেহরক্ষী শেরা।
এসময় আদালতের সামনে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি মিডিয়া কর্মীদের উপর হাত তুলতেও দেখা যায় সালমানের দেহরক্ষী শেরাকে।
১৯৯৮ সালে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির দৃশ্যধারণ চলাকালীন ‘থর’ মরুভূমির শহর যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। পরে ১৯৯৯ সালে ওই মামলা দায়ের করা হয়।