একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৮ ডিসেম্বর, মঙ্গলবার থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, ‘আজ সকাল থেকে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার কাজ করবে। আজ রাতের মধ্যে সারা দেশে এই প্লাটুনগুলো নেমে যাবে বলে আশা করা যাচ্ছে।’
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের উদ্বৃতি দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে সারা দেশে মাঠ পর্যায়ে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে।