‘সাতকানিয়া সমিতি চট্টগ্রাম সেবামূলক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত’ -সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির

সাতকানিয়া সমিতি–চট্টগ্রামের উদ্যোগে গত বৃহস্পতিবার ইফতার, দোয়া মাহফিল ও সাধারণ সভা নগরীর রীমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির আহ্বায়ক ও চিটাগাং চেম্বারের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাতকানিয়ার পৌর মেয়র ও সমিতির সদস্য সচিব মোহাম্মদ জোবায়েরের সঞ্চলনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাশেম বক্কর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি এডভোকেট এ কেএম সিরাজুল ইসলাম চৌধুরী, আলহাজ মুহাম্মদ আলী সিআইপি, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আবুল বশর আবু, উপ–পুলিশ কমিশনার (চট্টগ্রাম দক্ষিণ) মুস্তেইন হোছাইন, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রিজিয়া রেজা চৌধুরী, সাহিদা আকতার জাহান, সমিতির উপদেষ্টা লায়ন আলহাজ ওসমান গণি চৌধুরী, প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী, ফয়েজ আহমদ লিটন, আলহাজ আমান উল্লাহ আমান, সরওয়ার উদ্দিন চৌধুরী, আলহাজ জসিম উদ্দিন, আলহাজ আহমদ হোছাইন, আব্দুল খালেক, মো. আবু তাহের বিএসসি, প্রফেসর মুহাম্মদ আলী, ফারুকে আজম, মোসাদ হোসাইন চৌধুরী, আবু তাহের জিন্নাহ, এ এইচ এম হানিফ, জসিম উদ্দিন মিঠুন, শামসুল আলম, সাংবাদিক অধ্যাপক শাব্বির আহমেদ, মাহমুদুল হাসান, বশির আহমদ, আরটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, শেখ সালাউদ্দিন দিনার, জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট মুহাম্মদ গিয়াস উদ্দিন, কফিল উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, আলহাজ নুরুল ইসলাম, আলহাজ আবুল কালাম আজাদ, মুহাম্মদ শাকের উল্লাহ, আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন, এটিএম রশিদ উদ্দিন শাহিন, কাজী গিয়াস উদ্দিন, নাজমুল আমিন আমিন, মাওলানা মাহমুদুল হক চেয়ারম্যান, আলহাজ এমএ মান্নান, আলহাজ হারুনুর রশিদ, মুহাম্মদ জাবেদ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন তার বক্তব্যে বলেন, ব্যবসা–ব্যাণিজ্যে সাতকানিয়াবাসীর সুনাম দেশব্যাপী। চট্টগ্রাম শহরের টেরীবাজার, রিয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদসহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে ব্যবসা করে আসছে। চট্টগ্রাম শহরে অবস্থিত সাতকানিয়াবাসীর সংগঠন সাতকানিয়া সমিতি–চট্টগ্রাম বহু উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত আছেন। আত্মমানবতামূলক সেবায় সাতকানিয়া সমিতি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।–বিজ্ঞপ্তি