সাতকানিয়া সমিতি’র ইফতার ও দোয়া মাহফিল আজ বুধবার

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনকল্যাণমুলক সংগঠন সাতকানিয়া সমিতি চট্টগ্রাম এর ইফতার ও দোয়া মাহফিল ১৩ রমজান (৩০ মে) অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকাল ৫টার থেকে চট্টগ্রাম নগরীর এস.এস খালেদ রোডের আসকার দিঘীরপাড় রীমা কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল আয়োজন করা হচ্ছে।

সাতকানিয়া সমিতি’র আহ্বায়ক অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও সদস্য সচিব মো. জুবাইয়ের সাতকানিয়া সমিতির সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

উল্লেখ, উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোকিত সাতকতানিয়া’র একটি তথ্য ডেস্ক থাকবে। যেখানে সাতকানিয়া সমিতির সদস্যরা সহজে তথ্য জানতে ও সংগ্রহ করতে পারবে।

জনকল্যাণমুলক সংগঠন সাতকানিয়া সমিতির সুনাম আজ দেশে বিদেশে। মানবতার আদর্শ ও সেবার ব্রত নিয়ে ২০১০ সালে একঝাক কর্মবীর উদ্যেমী মানুষের সম্মিলিত প্রচেষ্ঠায় গড়ে উঠেছিল এই সংগঠনটি। প্রাথমিকভাবে ১১ জনের কর্মপ্রচেষ্ঠায় সংগঠনের যাত্রা শুরু হয়। তা ক্রমান্বয়ে আজ হাজার ছাড়িয়ে বৃহৎ সংগঠনে রূপ নিয়েছে।