সাতকানিয়া সভায় আ.ম.ম মিনহাজুর রহমান

স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, আওয়ামীলীগ জনগণকে দেয়া কথা রেখেছে যার ফল স্বরূপ দেশের সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন। নৌকায় ভোট দিয়ে জনগণ পেয়েছেন কথা বলার অধিকারের পাশাপাশি স্বাধীনতা।উন্নয়নের ধারাবাহিকতার কারণে বর্তমানে দেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। নৌকায় ভোট দিয়ে কেউ
কখনো বঞ্চিত হয়নি নৌকা মানেই উন্নয়ন। তিনি গত রবিবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ সুগন্ধা কমিউনিটি সেন্টারে ২নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে ডা. মিনহাজ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এ অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতেই আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার বিকল্প নেই।

পৌরসভা ২নং ওয়ার্ড আ. লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, আমিলাইষ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির, আওয়ামীলীগ নেতা মো. শফি ও যুবলীগ নেতা হারুনুর রশিদ মানিক। পৌরসভা যুবলীগের সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. হোসেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ২নং ওয়ার্ড আ. লীগের উপদেষ্টা হাজী মো. সিরাজুল ইসলাম, সভাপতি হাজী মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি হাজী মো. নুরুল কবির, যুবলীগ নেতা মো. আরিফ, মো. সেলিম, বিকাশ কান্তি দাশ, মো. সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ নেতা মো. আয়াজ, রিদুয়ানুল হক সুমন, ইয়ামিনুর রহমান ইমন, মিজানুর রহমান, মো. আবু বক্কর, শাহরিয়া হাবিব ইমন, মো. আবদুল্লাহ, মো. জাহেদ, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দীন জিসান, মো. আবদুল মান্নান ও ছরওয়ার কামাল।