সাতকানিয়া-লোহাগাড়া হবে উন্নয়নের রোল মডেল

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মু. নেজামুদ্দিন নদভী বলেন, আগামী নির্বাচনে জনগণই সিদ্ধান্ত নেবে তারা উন্নয়নের পক্ষে কিনা। তিনি বিগত সাড়ে চার বছরে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা সমূহ তুলে ধরে বলেন, বর্তমান উন্নয়নের ধারা ধরে রাখতে পারলে আগামী পাঁচ বছর পর সাতকানিয়া লোহাগাড়া উপজেলা হবে দেশে উন্নয়নের রোল মডেল।
তিনি গত ২৮ জুন সন্ধ্যায় নিজ গ্রাম সাতকানিয়া মাদার্শা বাবুনগর মক্কার বাড়িতে ইউনিয়ন আ. লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
সাতকানিয়া উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আ. লীগের সদস্য, বিশিষ্ট নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, লোহাগাড়া উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি আয়ুব মিয়া, নুরুচ্ছাফা চৌধুরী, নিবাস দাশ সাগর, ফয়েজ আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। এরফানুল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ এম গণি স¤্রাট, আব্দুল জব্বার, খানে আলম মিন্টু, আসাদুজ্জামান জনি, রুবেল রাজ, মিয়া মোহাম্মদ শাহজাহান, কামাল উদ্দিন, সাইদুর রহমান দুলাল, আ.ন.ম সেলিম চৌধুরী, মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, শাহাদত হোসাইন শাহেদ, দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ ইদ্রিছ প্রমুখ।