সাতকানিয়া-লোহাগাড়া সমিতি, ঢাকার উদ্যোগে এলাকার অসচ্ছল পুরুষ ও মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করেছে। এছাড়াও অসহায় ও দুস্থদের মাঝে ঢেউটিন ও অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেছে।
শুক্রবার সকালে সাতকানিয়ার উপজেলার ছদাহাস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে সমিতির সভাপতি এ.করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম চৌধুরী কাজলের সঞ্চালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি, ঢাকার সভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মো.আবদুল মোবারক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিএম গ্রুপেরা চেয়ারম্যান জয়নাল আবেদীন জামাল এবং সিটি ব্যাংকের পরিচালক ও আজিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজিবুল হক চৌধুরী।
অনুষ্ঠানে ৯৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। ১৯১ জন গরীব কর্মক্ষম ও দুস্থদের মাঝে সেলাই মেশিন,ভ্যানগাড়ি ও ঢেউটিন বিতরণ করা হয়।
সেবামুলক এই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিবিএম গ্রুপের পরিচালক নাছির উদ্দিন,এনসিসি ব্যাংকের জোনাল হেড জয়নুল আবেদীন প্রমুখ।
এসময় অতিথিরা বলেন, সাতকানিয়া- লোহাগাড়া সমিতি এলাকার পিছিয়ে থাকা মানুষের জন্য সেবামুলক এই নিয়মিত কর্মসূচী আয়োজন করে যাচ্ছে। যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।